করোনা ডেস্কঃ
সাভারে মজিদপুর এলাকায় হাইওয়ে রোডের এর সামনে করোনা ভাইরাস সংক্রমন রোধসহ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময় বেশ কয়েকটি হোটেল ও রেষ্টেুরেন্টকে যথাযথ স্বাস্থ্যবিধি না মানা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও রান্নাঘর অপরিষ্কার থাকার অপরাধে ১২ হাজার এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ হাজারসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। একই সাথে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, অভিযানকালে সাভার বাসস্ট্যান্ডের এলাকার শুভেচ্ছা হোটেলে রান্নাঘর অপরিষ্কার থাকায় ৫০০০টাকা এ মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ার ৫০০০টাকা এবং ক্যাফে মেট্রোতে দুজন স্টাফ যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ২০০০টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়া “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮” ও “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯” এর বিভিন্ন ধারায় অপরাধ করায় মোট ১৯টি মামলায় ১৯ জনকে ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় জনগণকে সচেতন করা ও মোবাইল কোর্টে জরিমানা করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধ করাসহ অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিরোধের নিমিত্তে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।