1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সাভার মডেল থানার পাশে অস্ত্রের মুখে জিম্মি করে পোশাক শ্রমিকের টাকা ছিনতাই
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

সাভার মডেল থানার পাশে অস্ত্রের মুখে জিম্মি করে পোশাক শ্রমিকের টাকা ছিনতাই

  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৯.৪৮ পিএম
  • ১৬৪ বার পঠিত
  • আনোয়ার হোসেন আন্নু 

সাভারে মডেল থানার নিকটতম এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এক পোশাক শ্রমিককে ব্যাপক মারধর করে নগদ ও বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রায় ২৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

 

শনিবার (২০ জানুয়ারি) সকালে এ ব্যাপারে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন মো. শফি উল্লাহ (২৯) নামে ভুক্তভোগী পোশাক শ্রমিক।

 

 

এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে সাভার মডেল থানা সংলগ্ন সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ভুক্তভোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকবাংলোর পাশে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী।

 

ভুক্তভোগী পোশাক শ্রমিক শফি উল্লাহ সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার মো. আব্দুল্লাহ আল মামুনের ছেলে। তিনি আল মুসলিম গ্রুপে কাজ করতেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুকভোগী শুক্রবার বিকেল ৫টার দিকে আল মুসলিম গ্রুপের বিপরীত পাশের বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে রিকশায় ওঠেন। তিনি সাভার অধর চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে কিছু বুঝে ওঠার আগেই একজন ছিনতাইকারী রিকশায় উঠে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকবাংলোর পাশে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ৪/৫ জন ছিনতাইকারী ভুক্তভোগীর মানিব্যাগ থেকে ৪ হাজার ৯০০ ও বিকাশ অ্যাকাউন্ট থাকা ১৮ হাজার টাকা তাদের একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এসময় বাধা দিলে ছিনতাইকারী ভুক্তভোগী কিল-ঘুষি মেরে জখম করে। ডাক-চিৎকার দিলে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়।

 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুল ইসলাম রাসেল বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ চলছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews