ঢাকার সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। রবিবার (৪ আগষ্ট) বেলা এগারটায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইন এর উদ্বোধন সম্পন্ন হয়। এসময় প্রতিমন্ত্রী জানান, দেশে নতুন করে যেসব জেলায় বন্যা হয়েছে, সেখানে সকল বন্যার্তদের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, আজ থেকে বন্যার্ত ওই সব এলাকায় পানি কমতে শুরু করেছে। আশা করা হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
তিনি বলেন, বাংলাদেশের সকল বন্যার্ত এলাকার মানুষদের মাঝে সরকার প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে। দেশের কোন ত্রাণ বিতরণ কালে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার, নুরে আলম সিদ্দিকী নিউটন, সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply