আনোয়ার হোসেন আন্নুঃ
সাভারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারে তিন দিনব্যাপী একুশে বইমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২১ফেব্রুয়ারি) সকালে সাভারের পৌর রেডিও কলোনি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক দুই বারের সফল কাউন্সিলর সাভার পৌরসভা জনপ্রিয় মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
এবারের প্রতিপাদ্য এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’
এ মেলা চলবে ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।এই উৎসব এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করেছে।
উদ্বোধন শেষে প্রধান অতিথি বই ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।এর আগে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, এই বইমেলা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করবে এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে বলে জানান তিনি। আরো বলেন, স্কুল প্রাঙ্গণে কোন মাদক সেবন করতে পারবে না ও ছিনতাই কারি, কিশোর গ্যাং প্রবেশ করতে পারবে না যদি করার চেষ্টা করে তাহলে আমাকে খবর দিবেন, যুব সমাজকে মাদকমুক্ত করতে যা যা করণীয় আমি চেষ্টা করে যাব আপনি আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ,
এসময় বাংলাদেশ বেতারের সাবেক প্রধান প্রকৌশলী আকতার হোসেন মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, রেডিও কলোনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ আলম মিয়া, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক, সাভার পৌরসভা জাসাসের, সভাপতি মেহেদী হাসান মাসুম, রেডিও কলোনি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান, জুলাই বিপ্লবের আহত যোদ্ধা মাসুদুর রহমান।
Leave a Reply