আনোয়ার হোসেন আন্নু: সাভারের জালেশ্বরে দিন দুপুরে বাসার তালা ভেঙ্গে ভিতরে থাকা স্টিলের আলমারির তালা ভেঙ্গে দের ভরি স্বর্ল ও একটি মোবাইল সেট চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভোক্তভুগী মর্জিনা খাতুন একই বাড়ির ভাড়াটিয়া পান্টু(৪৮)কে সন্দেহ পুর্বক তার নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ থেকে জানাযায়, মোসাম্মৎ মর্জিনা খাতুন সাভার আধুনিক হাসপাতালের নার্সিং পদে চাকুরী করেন। গত ১৪/৭/২০ ইং তারিখে প্রতিদিনের মত কাজে জান। এমন সময় তার বাসার দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্টিলের আলমারির তালা ভেঙ্গে আলমারিতে থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের কানের বালা, আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, চার আনি ওজনের দুইটি স্বর্নের আংটি ও একটি সেম্ফোনি মোবাইল সেট ও কাজ করে দীর্ঘ দিনে জমানো নগদ ৬৫ হাজার টাকা চরি হয়। মর্জিনা খাতুন বলেন আমি অফিস থেকে ফিরে দেখি আমার বাসার দরজা খোলা এবং ভিতরে ডুকে দেখি বাসার সব কিছু এলোমেলো অবস্থায় পরে আছে। স্টিলের আলমারিতে থাকা আমার দের ভরি ওজনের স্বর্ণের জিনিস ,মোবাইল সেট ও জমানো ৬৫ হাজার টাকা নেই। এ বিয়য়ে সাভার থানর ওসি বলেন করোনার সময় চুরির প্রভাব আগের চেয়ে বাড়ছে। আমরা টহল জোরদার করছি এবং চোর ধরে আইনের আওতায় আনা হবে।