
স্টাফ রিপোর্টারঃ
সাভারে একটি ডাইং কারখানার গুদামে আগুন লাগার ২ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
সোমবার (২৪/২/২০২৫ ) সকাল আটটায় ঢাকা আরিচা মহাসড়কে সাভার থানা স্ট্যান্ডের পাশে পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানার গোডাউনে আগুন লাগে, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল ইসলাম।
তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে টানা দুই ঘন্টা চেষ্টা করে সকাল দশটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে এই দুই ঘণ্টার মধ্যে গুদামের মজুদকৃত কার্টুন ও কাপড় পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সাভার চামড়া শিল্পনগরী থেকে ফায়ার সার্ভিসের আরও একটা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজে সংযুক্ত হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply