আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
বন্যা দূর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার উপজেলার বারোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সাথে করে নিয়ে তিনি ট্রলারে করে বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন ইউনিয়নের বিভিন্ন বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ওই দুই এলাকার বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন,সকল বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হবে। এসময় তিনি ওই দুই ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন উন্নয়ন মুলক কাজের প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি বন্যার্ত সকল মানুষের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
ক্ষতিগ্রস্ত বন্যা এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত ,
সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, সাভার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ওমর ফারুক, সাভার মডেল থানার অফিসার ইনচার্য এফ এম সায়েদ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, আরো অনেকে উপস্থিত ছিলেন।