আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধি
বিষাক্ত কেমিক্যাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে লাচ্চা সেমাই তৈরি করার অভিযোগে সাভারের বলিয়াপুরে একটি সেমাই তৈরি কারখানায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে বলিয়াপুর এলাকায় মধুমতি মডেল টাউনে নাছির ফুড প্রোডাক্ট এন্ড বেকারী নামক একটি কারখানায় এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপড়ের ব্যবহৃত বিষাক্ত রং মিশিয়ে সেমাই তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ও উৎপাদিত ভেজাল ৩ হাজার কেজি সেমাই জব্দ করা হয়েছে। রমজান ও ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী এসব ভেজাল খাবার উদপাদন করে বাজারে সরবরহ করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়৷
তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ও বিএসটিআইয়ের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।