আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারে পুলিশ পরিচয়ে অটোরিক্সা থেকে জোরপূর্বক চাঁদাবাজির সময় মোহাম্মদ হোসেন (৩২) নামের এক চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে এঘটনা ঘটে।
আটক চাঁদাবাজ মোহাম্মদ হোসেন ভোলা জেলার সাকের হাট থানার চদুরচর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করে আসছিল মোহাম্মদ হোসেন। গতকালও সে চাদাঁ আদায় করতে আসে। কিন্তু চাঁদা দিতে রাজি না হলে সোহেল নামের এক রিকশা চালককে মারধর করে মোহাম্মদ হোসেন। এসময় ক্ষুদ্ধ অন্যান্য রিকশাচালকসহ স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, আটক মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে।