আনোয়ার হোসেন আন্নু:
মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে মাদক বিরোধী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ মটর শোভাযাত্রার আয়োজন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। মাদক বিরোধী এ মোটর শোভাযাত্রায় এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষজন অংশ গ্রহন করেন। মাদক বিরোধী মোটর শোভাযাত্রা থেকে এসময় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মুলক প্রচারণা করা হয় স্থানীয়দের মাঝে।
মাদক বিরোধী মোটর শোভাযাত্রা শেষে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর বলেন,আমি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার যুব সমাজকে মাদক মুক্ত করতে নানা পদক্ষেপ চালিয়ে যাচ্ছি । সেই সাথে মাদক বিক্রেতা ও ক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় মাদকের বিস্তার কমেছে, এলাকার মানুষ এখন শান্তিতে বসবাস করছে।
তিনি আরও বলেন এ ইউনিয়ে কোন চাঁদাবাজ সন্ত্রাস না থাকায় গার্মেন্টস ব্যবসায়ীরা নিবিঘ্নে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে।
যারা মাদক ব্যবসা করে তারা দেশ ও জাতির শক্র্রু। কোন মাদক ব্যবসায়ী ও বিক্রেতা যদি মাদক ব্যবসা ছেড়ে ভালো পেশায় চলে আসে তাহলে তিনি তাকে পূর্ণবাসন করবেন বলেও জানান তিনি।
করোনা ভাইরাস রোধে এ ইউনিয়নে প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে তিনি সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
এলাকাবাসী জানান চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের এসব উন্নয়ন মুলক কাজসহ না পদক্ষেপ ইতিহাসের পাতায় অন্যন্য দৃষ্টান্ত ও উদাহরণ হয়ে থাকবে সাধারণ মানুষের মাঝে।