আনোয়ার হোসেন আন্নু :
ডিবি (উত্তর) ঢাকা জেলা ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৮ ফেব্রুয়ারী শনিবার মাদক কারবারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
ডিবি (উত্তর) ঢাকা জেলার এস আই মোহাম্মদ শাহাদাত আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১৮/০২/২০২৩ ইং তারিখ ২২.৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন বাইপাইল আল-আমিন মাদ্রাসা রোড এলাকা হইতে আসামী ১। আমির হামজা (২৪), পিতা-শহিদুল ইসলাম, মাতা-রিনা বেগম, সাং-ব্রাক্ষনবয়রা, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-বাইপাইল আল আমিন মাদ্রাসা গেইট, বি-৪ টাওয়ার এর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও আসামী ২। মানিক হোসেন (২৬), পিতা-হাবিবুর রহমান, মাতা-তারাবানু, সাং-ব্রাক্ষনবয়রা, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-বাইপাইল আল আমিন মাদ্রাসা গেইট, বি-৪ টাওয়ার এর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা কে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।
উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
এই বিশেষ অভিযান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর অংশ হিসেবে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ঢাকা জেলার পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান পিপিএম বার মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান পিপিএম- সেবা মহোদয়ের তত্বাবধানে রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এর সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, মাদক আইনে মামলা করে ঐ মাদক ব্যবসায়ীদের আশুলিয়া থানায় হস্তান্তর করে উক্ত আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়।