শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বগুড়াতেও শুরু হয়েছে টিকা দেওয়ার কার্যক্রম, বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বগুড়াতে সর্বপ্রথম টিকা গ্রহণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি জানিয়েছেন সমাজে একটি পজিটিভ বার্তা পাঠাতে ও বগুড়াবাসীকে সচেতনের লক্ষ্যে তিনি সকাল ১১ টায় মোহাম্মদ আলী হাসপাতালে প্রথম করোনা টিকা গ্রহণ করেন এবং তারপর টিকা নেন বগুড়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আলী আশরাফ ভূঞা।
তারপর থেকে দেখা যায় হাসপাতালে টিকা নেওয়ার জন্য উপচেপড়া ভিড়। জেলা প্রশাসক জানান পজিটিভ একটা নিউজ জেলাবাসী কে দিতে তিনি প্রথম টিকা গ্রহণ করেন। কোন প্রকার গুজব, কোন মানুষের উস্কানিমূলক কথাবার্তা না শুনে তিনি সবাইকে টিকা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। সেই জন্যই তিনি সবার প্রথম টিকা গ্রহণ করেন।
বগুড়া জেলায় এপর্যন্ত ১০৮০০০ করোনার টিকা এসেছে। এর মধ্য বগুড়া জেলায় ৬১৬১ জন্য নিবন্ধন করেছে।পর্যায়ক্রমে জেলার সবাইকেই করোনার টিকা দেওয়া হবে।