রবিউল ইসলাম:
সদ্য প্রয়াত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন কিডনি ও শ্বাসতন্ত্রের জটিলতায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মারা যান, অ্যাডভোকেট সাহারা খাতুনের সুখে-দুঃখে, কাজে, সকল বিষয় প্রতিচ্ছবি রূপে কাজ করেছেন তার ভাগ্নে মজিবুর রহমান।
ঢাকা -১৮ আসনের রাস্তাঘাট উন্নয়ন, অলিগলি সমস্যা সকল বিষয় অবগত ছিলেন পি.এস মুজিবুর রহমানের, সাহারা খাতুনের নির্দেশেই সকল বিষয় তদারকি করতেন এমনটাই বলছিলেন মুজিবুর রহমান।
মুজিবুর রহমান আরও জানান, আমার খালার অভাব ঢাকা -১৮ আসনে অপূরণীয়, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক,আমি সব সময় তার কাছে কাছেই থাকতাম, তার প্রতিচ্ছবি হয়ে তার নির্দেশক্রমে আমি ঢাকা -১৮ আসনের সকল বিষয় দেখার চেষ্টা করতাম,আমার জানা রয়েছি এই আসনের কোথায় কি কাজ ও উন্নয়ন করতে হবে।
আমার খালার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমি ঢাকা -১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী, সবাই আমার জন্য ও আমার খালার জন্য দোয়া করবেন।