সিপিএসসি, র্যাব-৫ কর্তৃক হেরোইনসহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
সিপিএসসি, র্যাব-৫ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৭ নং দেউপাড়া ইউনিটয়নের সারউইল গ্রাম এলাকায় অপারেশন পরিচালনা করে ৩ শত গ্রাম হেরোইন,১ টি মোবাইল,১ সীমকার্ড, ১ টি মেমোরিকার্ড সহ রবিউল আউয়াল সুমন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত রবিউল আউয়াল সুমন,রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাধবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সিপিএসসি, র্যাব-৫,রাজশাহী ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণে প্রকাশ-গোপন সংবাদের মাধ্যমে জানিতে পারি যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারউইল গ্রামে জনৈক ফরমান আলী এর মুদিখানা দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৭ নং দেউপাড়া ইউনিটয়নের সারউইল গ্রামে জনৈক ফরমান আলী, পিতা-মৃত ইসরাফিল এর গোদাগড়ী টু রাজশাহী গামী পাকা রাস্তার উত্তর পাশের্ব অবস্থিত মুদিখানা দোকানের সামনে পোঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া ২ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০১জন ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়, অপর ০১জন ব্যাক্তি পাকা রাস্তার উত্তর পাশে মুদির দোকানের পেছন দিয়া দৌড়ে পালিয়ে যায়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮,এর ৩৬ (১) সারণী ৮(গ)/৪১ ধারার মামলা রুজু করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..