সুর্যোদয় ডেস্ক: সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরবির্তিত রয়েছে। দুর্ভোগে পড়েছেন পানিবন্দি মানুষ। কিছুটা উন্নতি হচ্ছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি।
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল স্রোতে সিরাজগঞ্জ সদর উপজেলার সিমলা দুই নম্বর স্পার বাঁধ ধ্বসে ১০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
এদিকে, টাঙ্গাইলে যমুনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হলেও অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। তবে উন্নতি হয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি।