মোঃ আনোয়ার হোসেন সাগরঃ
সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পঞ্চসারটিয়া এলাকায় র্যাব-১২ এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ১০৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় র্যাব-১২ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এবিষয়ে বিস্তারিত জানানো হয়।
র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এই চেকপোস্টে এক প্রাইভেট কারকে থামানোর সময় গাড়ির ভিতর অভিনব কায়দায় লুকানো গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মাগুরা জেলার শ্রীপুর থানার বাসিন্দা মো. নুরুজ্জামান (৪৩), যিনি বর্তমানে নারায়নগঞ্জের সিদ্ধীরগঞ্জ এলাকায় বসবাস করতেন। তার প্রাইভেট কারের ব্যাক ডালার নিচে খাকি কসটেপ ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলোর পরিমাণ ছিল ১০৫ কেজি।
এছাড়া, প্রাইভেট কারটির মধ্যে একটি মোবাইল ফোন, সিম কার্ড, ১,৯০০ টাকা নগদ অর্থ, একটি ড্রাইভিং লাইসেন্স এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়। এই মাদক ব্যবসায়ী প্রাথমিক তদন্তে ৫টি মাদক মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।
র্যাব জানায়, পলাতক সহযোগী আসামি মো. আলমগীর এখনও গ্রেফতার হয়নি এবং তার অবস্থান সম্পর্কে অনুসন্ধান চলছে। এছাড়াও আটক আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।