1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সিলেটে ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যা করেন শিপা,আদালতে স্বীকারোক্তি 
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুর থানা যুবদলের ১২ নং ওয়ার্ডের কর্মী সন্মেলন অনুষ্ঠিত কক্সবাজার দক্ষিণ বনবিভাগে ১৫ দিনের ব্যবধানে ২টি হাতির মৃত্যু সহ চলতি মাসেই ৩ হাতির মৃত্যু হয় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা উলিপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে কমিউনিটি ক্লিনিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বয় সভা অনুষ্ঠিত পুলিশ সহ তিন বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চুড়ান্ত বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলায় আসামী ১১২ জন কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের নৃশংসতায় প্রাণ গেল তরুণের সাভারের কৃর্তির সুচিকিৎসার জন্য মানবতার ফেরিওয়ালা গরীব বন্ধু অসহায় মানুষের প্রিয় মানুষ খোরশেদ আলম কুড়িগ্রামে বালু লুটের অভিযোগ, কোটি কোটি টাকা বানিজ্য

সিলেটে ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যা করেন শিপা,আদালতে স্বীকারোক্তি 

  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১, ১২.৩৯ এএম
  • ২০৯ বার পঠিত
সিলেটে ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যা করেন শিপা,আদালতে স্বীকারোক্তি
জুয়েল খাঁন সিলেট প্রতিনিধি
Facebook Twitter share

সিলেটে আইনজীবী আনোয়ার হোসেন হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার স্ত্রী শিপা বেগম। রোববার বিকেলে তিনি সিলেট মূখ্য মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।জবানবন্দিতে পরকীয়া প্রেমের জেরে স্বামী আনোয়ার হোসেনকে ঘুমের ট্যাবলেট খাইয়ে হত্যা করেছেন বলে জানান শিপা।

Surjodoy.com

গত ৩০ এপ্রিল ভোরে আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি জানতে পারে তার পরিবার। এরপর স্বাভাবিক মৃত্যু ধরে নিয়ে তাকে সমাধিস্থ করা হয়। এরপর গত ১ জুন সন্দেহের বশে আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করে পরিবার। মামলায় আনোয়ারের স্ত্রী শিপা বেগম ও তার বর্তমান স্বামী শাহজাহান চৌধুরীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

The Daily surjodoy

মামলা দায়েরের পর ৩ জুন শিপা বেগমকে নগরের তালতলা বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরদিন আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে শিপার পরকীয়া প্রেমের তথ্য জানতে পারে পুলিশ। রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

The Daily surjodoy

আদালতে শিপা বেগমের জবানবন্দির বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পরকিয়া জেরে আইনজীবী আনোয়ার হোসেনকে হত্যা করেন শিপা। খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহির সাথে তার প্রেম ছিলো। মাহির যোগসাজশে শিপা বেগম ঘুমের ট্যাবেলেট খাইয়ে তার স্বামীকে হত্যা করার কথা আদালতে স্বীকার করেছেন। তারা ২৮ এপ্রিল ঘুমের ওষুধ কিনে আনেন। এরপর ২৯ এপ্রিল রাতে আনোয়ার হোসেনকে ১০টি ঘুমের ওষুধ খাওয়ান। পরদিন তিনি মারা যান।

The Daily surjodoy

এ মামলার অপর আসামি শাহজাহান চৌধুরী মাহি এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে লে জানিয়েছে পুলিশ।

The Daily surjodoy

মামলার বাদী পক্ষের আইনজীবী এএসএম আব্দুল গফুর জানান, নিহত আনোয়ার হোসেনের অগোচরে স্ত্রী শিপা বেগমের পরকীয়া সম্পর্ক চলছিলো শাহজাহান চৌধুরী মাহি নামের একজনের সাথে। এর জেরেই আনোয়ার হোসেনকে হত্যা করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিকেল ৩টার দিকে স্ত্রী শিপ্রা বেগম সবাইকে জানান, আনোয়ার হোসেন ডায়াবেটিকস নীল হয়ে মারা গেছেন। পরে তাকে নিজের গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার শিবেরবাজারের দীঘিরপার গ্রামে দাফন করা হয়।

The Daily surjodoy

পরবর্তীতে আনোয়ার হোসেনের পরিবার জানতে পারে, পরকীয়ার জেরে আনোয়ার হোসনকে হত্যা করেন স্ত্রীসহ কয়েকজন মিলে। এ ঘটনায় ১ জুন সিলেটের অতিরিক্ত চিফ মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন। পরে আদালতে শুনানি শেষে কোতোয়ালি থানার ওসিকে ৩০২ ধারায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিচারক।

The Daily surjodoy

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী জানান, আনোয়ার হোসেন মারা যাওয়ার মাত্র ১০ দিনের মাথায় শিপা বেগম তার খালাতো ভাই কানাইঘাটের বাসিন্দা (বর্তমানে নগরের উপশহর এলাকায় বসবাসকারী) শাহজাহান চৌধুরী মাহিকে বিয়ে করেন। এরপর থেকে আনোয়ারের পরিবারের সঙ্গেও শিপা যোগাযোগ বন্ধ করে দেন। এ থেকে তাকে সন্দেহ করছে আনোয়ারের পরিবার।

The Daily surjodoy

উল্লেখ্য, গত ২ জুন রাতে অ্যাডভোকেট আনোয়ার হোসেন হত্যা মামলায় তার স্ত্রী শিপা বেগমকে সিলেট নগরীর তালতলা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ৩ জুন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ১ জুন থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই, সিলেট সদর উপজেলার শিবেরবাজারের দীঘিরপার গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন।

The Daily surjodoy

মামলায় পরকীয়া প্রেমের জেরে আনোয়ার হোসেনকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। এতে নিহতের খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে প্রধান আসামি ও নিহতের স্ত্রী শিপা বেগমকে দ্বিতীয় আসামি করা হয়। এছাড়া মোট ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews