সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে ১৫ লাখ টাকার ভারতীয় ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ জুলাই) সকাল ১০ টায় খাদিমপাড়াস্থ চৌমুহনা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- গোয়াইনঘাট থানার নলঝুড়ি গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ফয়সল আহমদ (২৫) এবং জকিগঞ্জ থানার আটগ্রাম গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন ডালিম (২৮)।
পুলিশ জানায়, সিলেট-তামাবিল সড়কের বাইপাস পয়েন্টে নিয়মিত চেকপোস্ট ডিউটি করার সময় সকাল সাড়ে ৯ টার দিকে তামাবিল দিক হতে আসা একটি প্রাইভেটকারকে থামানোর জন্য পুলিশ সিগন্যাল দেয়। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে সিলেট শহরের দিকে যেতে থাকে। পুলিশ পিছন হতে ধাওয়া করে খাদিমপাড়াস্থ চৌমুহনা বাজার থেকে প্রাইভেটকারটির গতিরোধ করে এব্ং তল্লাশি করে প্রাইভেটকারের ভেতর হতে ভারতীয় তৈরি Sterile Noradremaline Concentrate IP নামক দশ হাজার ইনজেকশন ওষুধ এবং প্রাইভেটকারের চালক দুজনকে আটক করে। জব্দকৃত ইনজেকশন ওষুধের মূল্য ১৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে এই ওষুধ চোরাচালানের মাধ্যমে এনে বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট শহরের দিকে যাচ্ছিল। এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply