সিলেটের জৈন্তাপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত আটটার দিকে স্থানীয় একটি টিলায় ধর্ষণের ঘটনা ঘটে।
পরদিন সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে রহিম উদ্দিন (১৮) নামের ‘ধর্ষককে’ গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাতে ওই স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে গ্রামের একটি টিলায় ধর্ষণ করেন রহিম উদ্দিন। পরে বিষয়টি কাউকে না বলার জন্য ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন রহিম।
পরে ওই কিশোরী রাতেই পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। সে রাতেই ওই ছাত্রীর দাদা বাদী হয়ে জৈন্তাপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ‘ধর্ষিতা’ ছাত্রী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎনাধীন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগির আহমদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply