নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কোচবিহারের সিতাইয়ের সাতভাণ্ডারী গ্রামে দুইজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।নিহত ময়নাচড়া মালগাড়া এলাকার মোসলেল উদ্দিন ও ভাষানী মালগাড়া এলাকার বালাটারী গ্রামের নলে।ভুট্টা খেতের ভিতর ওই দুইজনের দেহ পড়ে ছিল বলে দাবি করেছে এলাকার বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেয়।জানা গেছে, ভোর রাতে গুলি চালায় বিএসএফ।এলাকার বাসিন্দাদের অভিযোগ, গুলিতেই মৃত্যু হয়েছে দুইজনের। এদিন প্রায় রাত ৩টা নাগাদ গুলি চালায় বিএসএফ। মনে করা হচ্ছে, গরু পাচারকারী সন্দেহেই তাদের গুলি করা হয়।এদিকে এ ঘটনায় সিতাইয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়ার দাবি, ‘কেন্দ্রীয় সরকার ক্রমশ বিএসএফ’র ক্ষমতা বাড়িয়ে চলেছে। তাই এধরনের ঘটনা ঘটছে। দুই জনের মৃত্যু হয়েছে। আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।’ এরপরেই ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর পক্ষে একটি বিবৃতি জারি করা হয়।যেখানে বলা হয়, ‘১২ তারিখ রাত ২টা ৩০ মিনিট নাগাদ কাঁটাতার পার করে দুই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতের সীমানায় প্রবেশ করার চেষ্টা করে। তারা গোরু পাচারের চেষ্টা করছিল। এরপর তাদের আত্মসমর্পণ করার জন্য সতর্ক করে বিএসএফ। তাদের ফিরে যেতে বলা হয়। কিন্তু, সেই সব কথায় কর্ণপাত করেনি তারা। এরপরেই বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করলে তারা হামলা করে। পরে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়।বিএসএফ’র দাবি, এই ঘটনায় তাদের এক সদস্য আহত হয়েছেন। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে বলে জানান তারা।এদিকে, বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার আরজু মো. সাজ্জাদ হোসেন।এর আগে ৩ নভেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী প্রাণ হারান।