মোঃশাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আছলাম হোসেন সওদাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ নবীউল হাসান, সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য নুসরাত জাহান, ঢাকা রেইনবো অটিজম কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছাঃ হাসিনা হাফিজ, ঢাকা আলোর পাখি ফাউন্ডেশনের চেয়ারম্যান ঝুমনা মল্লিক ঝুমি, সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উপদেষ্টা আনিছুর রহমান চাঁদ।
এ সময় প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাশাপাশি সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন। সুখাতীর বিদ্যালয়টি তার শিক্ষকমন্ডলীর নির্মোহ মায়ায় বিশেষভাবে সমৃদ্ধ অনেক শিশুকে ইতিমধ্যেই মুলধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, যা দেশে বিদেশে সুখ্যাতি ছড়িয়েছে।