আশিফুজ্জামান সারাফাত, চট্টগ্রাম
সুপার সাইক্লোন মোখার প্রভাবে ইতিমধ্যে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, পাশাপাশি চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলার পর চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল রাত ১১টার দিকে গণ্যমাধ্যমগুলোতে এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক।
ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতির মোকাবিলায় আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছি। সে অনুযায়ী কাজ চলছে। বন্দরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বড় জাহাজগুলো বন্দর থেকে বের করে দেওয়া হবে। এগুলো ইঞ্জিন চালু রেখে বহির্নোঙরে থাকবে। লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।