সৈয়দপুরে খাদ্য সংকটে লোকালয়ে বানর;
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter share
নীলফামারী সৈয়দপুরে খাদ্য সংকটে পড়ে লোকালয়ে চলে এসেছে জঙ্গলের বানর।
গতকাল শুক্রবার (১৮ জুন) সৈয়দপুর চৌমহনী ও পার্বতীপুরের বেলাইচন্ডিতে এসব বানরের দেখা মিলেছে। কখনো একা আবার কখনো দলবেঁধে ছুটছেন এক জায়গা থেকে আরেক জায়গায়।
Surjodoy.com
এলাকাবাসী জানায়, হঠাৎ বানর দেখে তারা হতবাক হয়েছেন। এলাকাবাসী এসব বানরকে খাবার দিচ্ছেন, কেউ ভয়ে তাড়িয়ে দিচ্ছেন। বানরগুলো দ্রুত স্থান ত্যাগ করছে বলে জানান তারা।
The Daily surjodoy
চৌমুহনী বানিয়াপাড়া এলাকার রহমান (৭০) জানান, আমার জানামত এলাকায় কখনও এভাবে বানর দেখেনি কিন্তু হটাৎকরে তাদেরকে দেখে হতবাগ হয়েছি। তাদের শরীর দেখে মনে হচ্ছে ক্ষুধার্ত তাই সাধ্যমত দুটি রুটি টিনের চালায় ছুড়ে দিতেই মুখে নিয়ে অন্যত্র পালিয়ে গেল।
The Daily surjodoy
জোর পরিবেশ ও পশু-পাখি নিয়ে কাজ করা সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন জানান, মুলত খাদ্য সংকটে এসব বানর লোকালয়ে চলে এসেছে। যেসব এলাকায় এসব বানরের দেখা মিলছে সেসব এলাকায় আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। যাতে প্রাণিগুলোর কোনো ক্ষতি না হয়।
Leave a Reply