তানভীর আহাম্মেদ :
সোনাগাঁয়ে কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালে সিলেটমূখী রাস্তার উপর থেকে গলা কাটা রক্তাক্ত অবস্থায় স্বপন মিয়ার (৫০) মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
সেই হত্যামামলায় জামাল(২২) কে ২ দিনের রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ।
পরে শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মো. আফতাবুজ্জামানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড প্রাপ্ত জামাল সোনারগাঁ থানার চেংঙ্গাকান্দি এলাকার আব্দুল বারেকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত স্বন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাচ্ছারামপুর গোদারকান্দি গ্রামের আব্দুল ওয়াদুদ এর ছেলে।
স্বপন মিয়া ৯ সেপ্টেম্বর তার মেয়ের জামাইকে রাতে বিমান বন্দরে পৌঁছে দিতে যায়।
তারপর ভোরের দিকে স্বপন মিয়ার গলা কাটা রক্তাক্ত লাশ পাওয়া যায়।
সেসময় স্থানীয় লোকজন সোনারগাঁ থানায় জানায়। স্বপনের বড় ভাই কবির মিয়া এ মামলার বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জআমান বলেন, মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠালে আসামীর ২ দিনের রিমান্ডের আদের্শ দিয়েছেন
Leave a Reply