তানভীর আহাম্মেদ সোনারগাঁও প্রতিনিধি :
পারিবারিক কলহের জের ধরে ২০০৫ সালের ১লা ফেব্রয়ারী মাসে রাত সাড়ে ১০টায় মেঘনা শিল্পাঞ্চলের হোলসিম কোয়াটারে শানজিদা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে তার স্বামী আশরাফ হোসেন। এরপর আত্মহত্যা বলে প্রচার করে শাহজিদার স্বামী। সে সময় শানজিদার সাদেক মিয়াও বলেন সানজিদাকে তার স্বামী হত্যা করেনি। সে আত্মহত্যা করেছে। শানজিদা মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কেউ মামলাও করেনি। পরে ময়নাতদন্ত রিপোর্টে আসে সানজিদাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানার এসআই ফিরোজ খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আদালত মঙ্গলবার রায় ঘোষনা করেছেন। রায়ে শানজিদা আক্তারের স্বামী আশরাফ আশরাফ হোসেন কামা্লকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত।রায় ঘোষনার সময় দণ্ডিত আসামি পলাতক ছিলেন।
আশরাফ হোসেন কামাল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার তৈয়বপুর গ্রামের নুরুল গনির ছেলে। তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত