পটুয়াখালী জেলা প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে শাহীন হাওলাদার (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায় শাহীন ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরলে স্বজনরা তাকে উদ্ধার করে রাত সোয়া ৯টায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জরুরী বিভাগের চিকিৎসকরা নিশ্চিত করেছেন।