স্মার্ট বাংলাদেশে প্রথম রোল মডেল হিসেবে কেরানীগঞ্জকে গড়তে মাঠে নেমেছেন কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সাংস্কৃতিক সংস্থার নির্বাহী পরিচালক, মোঃ হাসান আলী।
হাসান আলীর সাথে এক বিশেষ সাক্ষাতে স্মার্ট বাংলাদেশে প্রথম রোল মডেল হবে কেরানীগঞ্জ এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন –
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ এখন উন্নত দেশের সাথে তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে আসতে সক্ষম হয়েছে এবং সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নিয়ে যাবে ইনশাল্লাহ।
আমরা যার যার অবস্থান থেকে নিজ দায়িত্ব পালনের মাধ্যমেই নিয়ে যেতে পারি দেশকে বহুদূর।
আগামী ৫ বছরে আমরা শিল্প,সংস্কৃতি,বাণিজ্য,শিক্ষা,রাস্তাঘাট, মসজিদ,মাদরাসা,স্থাপত্য,যানজট মুক্ত নগরী,মাদক মুক্ত সমাজ, লোডশেডিং মুক্ত, গ্যাসের উন্নয়ন,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণে আনায়ন,তথ্য,টেলিযোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন সহ প্রতিটি সেক্টরে উন্নয়ন ও সফল ব্যবহারের কর্মসূচি বাস্তবায়নে আমরা পদক্ষেপ গ্রহণ করতে চলেছি।
ইতিমধ্যে আমরা একটি টিম গঠন করেছি, যা আমরা কিছুদিনের মধ্যেই জনসম্মুখে নিয়ে আসবো। এই টিম থেকে প্রত্যেকটি সদস্য নিজ নিজ দায়িত্বে দেশ ও জনগণের উন্নয়নের লক্ষ্যে নিঃস্বার্থভাবে কাজ করে যাবে বলে আমার ধারণা, কারন আমরা এভাবেই ট্রেইন আপ করব তাদেরকে।
তাকে প্রশ্ন করা হলে এই টিমে কোন শ্রেণী পেশার লোক থাকবে ?
হাসান আলি উত্তরে বলেন –
যেহেতু আমি জাতির বিবেক এবং প্রজাতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সমাজের দর্পণ রচনাকারী হিসেবে কাজ করে আসছি, একজন সাংবাদিক হিসেবে বলতে পারি
অন্য শ্রেণীর পেশার থেকে সাংবাদিকরা খুব দ্রুত সকলের সম্মুখে পৌঁছাতে পারবে
এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নের কাজ করতে পারবে।
তবে শুধু সাংবাদিকই নয় সকল শ্রেণীর পেশার লোক টিমে রাখার জন্যে চেষ্টা করছি।
কেরানীগঞ্জ কেন প্রথম স্মার্ট বাংলাদেশের রূপকার হবে ? এ বিষয়ে জানতে চাইলে হাসান আলী বলেন –
আমি যেহেতু কেরানীগঞ্জের সন্তান, নাড়ির টান মা মাটির গন্ধ পাই আমি আমার কেরানীগঞ্জে।
এছাড়াও কেরানীগঞ্জ ঢাকার অন্যতম ও ঐতিহ্যবাহী একটি অঞ্চল। কেরানীগঞ্জে যেমন মুক্তিযোদ্ধা রয়েছে ঠিক তেমনি দেশদ্রোহী রাজাকার এবং অনেক বড় ধরনের সন্ত্রাসীও রয়েছে।
এরই মাঝে কেরানীগঞ্জকে স্মার্ট বাংলাদেশের একটি রোল মডেল হিসেবে দিনমজুর খেটে খাওয়া মানু
ষদের উপহার দিতে চাই।