স্থানীয় সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাধবপুর থানার উপ পরির্দশক আব্দুল আহাদ ঘরের আড়ার সাথে উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মনি বেগমের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকেই স্বামী মনির হোসেন গা ডাকা দিয়েছে। নিহত মনি বেগম মৌলভীবাজার সদর উপজেলার বড়হাটি গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও একই এলাকার মনির হোসেনের মেয়ে। প্রায় আড়াই বছর আগে তাদের বিয়ে হয়।বিয়ের কিছুদিন পর থেকেই মনির হোসেন তার স্ত্রী কে নিয়ে মাধবপুর উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের শারমিন বেগমের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। মনির বাবা দাবি করেন মেয়ের জামাই মনির হোসেন প্রায়ই তার মেয়েকে নির্যাতন করত। ঝগড়া হত দুজনের মধ্যে। ঘটনার আগের বাবা মনি ফোন করে বাবা কে বেজুড়ায় আসতে বলেন। মাঝ পথে এসে খবর পাণ বাসায় আড়ার সাথে মেয়ের মরদেহ ঝুলছে।মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগের তীর জামাতার দিকে। ঘটনার পর স্বামী গা ডাকা দেয়ার বিষটি নিয়ে স্থানীদের মধ্যে এ মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
Leave a Reply