আমান উল্লাহঃ
চাঁদপুরের হাজীগঞ্জে গরু চোর চক্রের চার সদস্য আটক হয়েছে।
৫ জুলাই সোমবার হাজীগঞ্জ থানা এক প্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ পুরো ঘটনা তুলে ধরেন।
এ সময় তারা বলেন, চোর দলের সদস্যরা সাইকেল যোগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পর্যালোচনা করে কোথায় কোথায় গরু আছে সে সকল বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘরের গরু অবস্থান নির্ণয় করে।
পরবর্তীতে পাশাপাশি রাস্তায় গাড়ি রেখে কয়েকজন মিলে গরু নিয়ে এসে প্রথমে গাড়িতে গরুর মাথা এবং পরবর্তীতে গরুর পিছনে ধাক্কা দিয়ে গরু গাড়িতে উঠিয়ে চার পা বেঁধে নিয়ে যায়।
আটকৃতরা হলেন, হাজীগঞ্জের মকিমাবাদ মল্লিক বাড়ীর রেনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), ও একই এলাকার মল্লিক বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে শাকিব (২০), কুমিল্লার চান্দিনা সুরিখোলা এলাকার মন্টু মিয়ার ছেলে সজিব (২৬), মতলব দক্ষিণ গাবুয়ার হারনের ছেলে শরিফ (২৭)।
এদেরকে নিয়ন্ত্রন করে লিটন গ্রুপ, জাহাঙ্গীর গ্রুপ ও খলিল গ্রুপ।