তানভীর আহাম্মেদ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আমিনপুর ইউনিয়নের গোয়ালদী গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ বাইন ও তার স্ত্রী সুচিত্রা বাইন এর ভাড়া বাসায় হামলা ও তাদের শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সোনারগাঁও পৌরসভার ছাত্রলীগ সভাপতি মোঃ রবিন এর বিরুদ্ধে।
জানা যায় ২৪ সেপ্টেম্বর রাত ৯ টায় কৃষ্ণপদ বাইনকে রবিন ও তার কর্মীরা অতর্কিত আঘাত করে।
এসময় তার স্ত্রী সুচিত্রা বাইন তাকে উদ্ধার করতে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করেন রবিন ও তার কর্মীরা। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা করতে গেলে অফিসার ইনচার্জ শুরুতে মামলা নিতে না চাইলেও একদিন পর মামলা (মামলা নং৩২, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০ইং) রুজু করেন।
মামলা সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর রাত ৯ টায় রবিন গ্যাং এর একদফা মারধরের পর নিজ বাসায় দরজা জানালা বন্ধ করে আশ্রয় নেন কৃষ্ণপদ বাইন ও তার স্ত্রী সুচিত্রা বাইন। তবুও রক্ষা হয়নি তাঁদের। কিছুক্ষণ পর আবার রবিন ও তার বাহিনী বাড়ির মূল ফটকের তালা ভেঙ্গে কৃষ্ণপদ বাইনের ঘরে প্রবেশ করে ধর্মীয় প্রতিমা সহ আসবাবপত্র ভাংচুর করেন।
এতে বাঁধা দিতে চাইলে কৃষ্ণপদ বাইন ও তার স্ত্রী সুচিত্রা বাইনকে বেধরক মারধর করে আহত করেন। মামলার প্রধান আসামি সোনারগাঁও পৌর ছাত্রলীগের সভাপতি রবিন, দিঘিরপাড় গ্রামের জাফরের ছেলে শান্ত, উজ্জল মিয়া, সোহাগ,লিটন, সাহস ও সুজন সহ অজ্ঞাত আরো ৭/৮ জন। জানা যায়, পৌর ছাত্রলীগের সভাপতি রবিন এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সোনারগাঁও থানায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে মামলার প্রধান আসামি সোনারগাঁও পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন টুডে টাইমস কে বলেন, এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, আমি একটি মারামারির ঘটনায় সালিশি করতে গিয়েছিলাম। ভাংচুরের ঘটনায় আমি জড়িত ছিলাম না। এ ঘটনায় দায়েরকৃত মামলার বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, মামলার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply