নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল মহানবমীর দিন ভারত ও বাংলাদেশের দর্শনার্থীতে মুখরিত হয়ে উঠেছে পুরো হিলি সীমান্ত এলাকা। কেউ এসেছেন ভারতীয় প্রতিমা দেখতে, আবার কেউ বাংলাদেশি প্রতিমা দেখতে। আবার কেউ এসেছেন দীর্ঘদিন ধরে দেখা না হওয়া ভারত-বাংলাদেশে থাকা নিকট আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে।
এর আগে দুর্গাপূজার শুরুতেই প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভারত-বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন যানবাহন নিয়ে দর্শনার্থীরা আসছেন হিলি সীমান্তের দুই পাশে। বিজিবি বিএসএফের অনুমতি না মেলায় ফিরে গেছেন তারা। তবে গতকাল দর্শনার্থীদের পদচারণায় হিলি সীমান্ত মিলনমেলায় পরিণত হয়।
ভারতীয় নাগরিক মালতি রানী বলেন, ‘আমার ভাই ভাতিজা, দাদা বউদি ভাসতা ভাসতি সবাই এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। তাদের বাড়ি বাংলাদেশের জয়পুরহাটের পাঁচবিবিতে আর আমাদের বাড়ি বালুরঘাটের কুচিলায়। আজ ২০ বছর ধরে তাদের সঙ্গে আমরা যেমন দেখা করতে পারিনি, তেমনি আমাদের সঙ্গে তারাও দেখা করতে পারেনি। পূজার সময় সীমান্তে নাকি দেখা করতে দেয়, এজন্য আজ এসেছি। বিএসএফ ও বিজিবির কাছে অনুমতি নিয়ে তাদের সঙ্গে দেখা করার কথা বলার সুযোগ পেয়েছি। এতে করে আমাদের খুব আনন্দ লাগছে এতদিন পরে আমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারলাম, কথা বললামএটাই অনেক বেশি।
বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী জানান, দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন হিলি সীমান্তে আসছেন। কেউ ভারতে তাদের নিকট আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে, আবার কেউবা সীমান্তের শূন্যরেখা ঘুরতে আসছেন।
Leave a Reply