আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
হেলথ মিনিষ্টার’স অ্যাওয়ার্ড -২০১৯ গ্রহন করলেন ডা. সায়েমুল হুদা।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের সেরা ১০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাটাগরিতে ‘হেলথ মিনিষ্টার’স অ্যাওয়ার্ড -২০১৯’ ( ” Health Minister’s award -2019′) পুরস্কার অর্জন করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় উপস্থিত থেকে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা এই পুরস্কার গ্রহন করেন।
উল্লেখ্য, গত ২ দিন ব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে স্বাস্থ্য খাতের উন্নয়ন বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের সেরা ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “Health Minister’s award -2019′ অর্জন করে। এর ভিতরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্যতম।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, এধরণের পুরস্কার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম অর্জন করলো।
এব্যাপারে ডা. মোহাম্মদ সায়েমুল হুদার কাছে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন ইতোমধ্যে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে সারা বাংলাদেশের ৪৬০টি উপজেলার মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে ১ম স্থান অর্জন করেছে। এখন বাংলাদেশের সেরা ১০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাটাগরিতে ‘হেলথ মিনিষ্টার’স অ্যাওয়ার্ড -২০১৯’ ( ” Health Minister’s award -2019′) পুরস্কার অর্জন করেছি আমরা।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্ম বীরদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, এই অর্জনে অনুপ্রেরণা প্রদানে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সভাপতি ডাঃ মোঃ এনামুর রহমান, ডিভিশনাল ডাইরেক্টর মো.বেলাল হোসেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসান সহ সকল উর্ধতন কর্তৃপক্ষ, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ, পল্লী চিকিৎসক সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং ও প্রফেসর ডা.এ বি এম খোরশেদ আলম এর সভাপতিত্বে মাননীয় স্বাস্হ্য মন্ত্রী,অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, সকল ডিভিশনাল ডিরেক্টর বৃন্দ, সংস্লিস্ট সিভিল সার্জন বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।