নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরিদ উদ্দিন মাসুদের নির্বাচনী মতবিনিময় জনসভা সোমবার ৮ই নভেম্বর সন্ধ্যা ৬:ঘটিকায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনী মতবিনিময় জনসভায় ৬ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালিব এর সভাপতিত্বে, তাজিন আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা নয়ন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আকন্দ, এ কে এম আউয়াল, সভাপতি আব্দুস সামাদ মাস্টার স্মৃতি ইয়ং ক্লাব, আজহারুল ইসলাম, সোহেল রানা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন, শাহিন আলম সহ-সভাপতি যুবদল গোবিন্দপুর ইউনিয়ন, শিহাব উদ্দিন , মাহাতাব উদ্দিন সার্জেন্ট অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনা সদস্য, আল মামুন বিশিষ্ট ব্যবসায়ী গোবিন্দপুর, এ কে এম নুরুল ইসলাম উপপরিচালক মৎস্য অধিদপ্তর, অশোক কুমার ভট্টাচার্য, আকবর হোসেন ডিলার বিশিষ্ট ব্যবসায়ী গোবিন্দপুর বাজার, কায়কোবাদ সমাজসেবা অধিদপ্তর, অনিক ভট্টাচার্য সহ-সম্পাদক কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ, পলাশ আহমেদ ছাত্রলীগ গোবিন্দপুর ইউনিয়ন শাখা, আব্দুল হেকিম, আরিফুল ইসলাম শোহাগ সহ-সভাপতি যুবদল গোবিন্দপুর, আব্দুল গফুর বীর মুক্তিযোদ্ধ, মাওলানা ইসাহাক আলী প্রমুখ সহ অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর সামাজিক রাজনীতিক নেতৃত্বদানকারী ভোটারবৃন্দ।
পরিশেষে চেয়ারম্যান প্রার্থী ফরিদ উদ্দিন মাসুদ তিনি তার জীবন বৃত্তান্ত পারিবারিক বিভিন্ন বিষয় মতবিনিময় জনসভায় তুলে ধরে সকলকে সালাম বিনিময়ের মাধ্যমে বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের মাঝে বড় হয়েছি আপনারা আমার সম্বন্ধে জানেন এবং অবগত আছেন আমি বিগত তিনটি বছর আপনাদের পাশে শ্রম দিয়েছি, আমি আমার গোবিন্দপুর ইউনিয়ন বাসিকে আমার নিজের মতো করে সেবা দিতে চাই, আপনাদের সন্তান হিসেবে আপনাদের মাঝে এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছি আপনারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে প্রথমেই আমি আমার ইউনিয়ন বাসীর জন্য একটি অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করবো যাতে আমার ইউনিয়নের সকল গরীব দুখী মেহনতী মানুষের অসুখ বিসুখ হলে দ্রুতগতিতে রোগীদের সেবা দিতে পারি সে লক্ষ্যে আমি গোবিন্দপুর বাজারে একটি এম্বুলেন্স এর ব্যবস্থা করবো, পাশাপাশি যুবসমাজের জন্য ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে কম্পিউটার এর ব্যবস্থা করে দিব, বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, বিধবাদের জন্য বিধবা ভাতা, প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা,নিজ উদ্যোগে যত ধরনের ভাতা আছে, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিব যাতে আমার গরিব দুঃখী মানুষেরা কষ্ট না পায় এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে একটি ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যেই আমার অঙ্গীকার আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ইউনিয়ন বাসীর জন্য এ স্বপ্ন বাস্তবায়ন করতে পারি।
Male and female genetic material DNA are in the 2 pronuclei red arrows. clomid 100mg success rate 36 billion are spent on managing reproductive age women with PCOS, of which USD 533 million is related to infertility Azziz 2005; Azziz 2016.
com 20 E2 AD 90 20Ciri 20Ciri 20Pil 20Viagra 20Asli 20 20Effet 20Viagra 20Homme effet viagra homme Facebook s new mobile app ads will allow the maker of a travel app to offer to promote an airfare or hotel room, for example, while a music app like Spotify could promote a band s new song propecia vs generic finasteride