১০০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি আটক
হাসনাত তুহিন, ফেনী থেকেঃ-
ফেনী ডিবির এসআই- জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই- মোঃ ওসমান গনি, এএসআই- মোঃ ইমরান চৌধুরী’র সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০৮/০৮/২০২১ ইং তারিখ ২৩ঃ০৫ ঘটিকার সময় ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ১০নং ঘোপাল ইউপি নিজকুঞ্জরা সাকিনস্থ ওহিদুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১। জাফর আহাম্মদ রনি(২৭), পিতা- ফয়েজ আহাম্মদ, মাতা- রেজিয়া বেগম, সাং- নিজকুঞ্জরা(ফয়েজ আহাম্মদ বাড়ি),থানা- ছাগলনাইয়া,জেলা- ফেনীকে আটক পূর্বক তাহাদের হেফাজত হইতে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে ছাগলনাইয়া থানায় মামলা রুজু করা হয়।