১৫ ই আগষ্টের শোকে গাঁথা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পটুয়াখালীতে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। ৭৫’র ১৫ই আগষ্টের সকল নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে রাজনীতি পেশাজীবী এবং সকল স্তরের মানুষ। এদিনে ঘাতকরা নির্মম ভাবে হত্যা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্ব-পরিবারকে।
হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসন,জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,জেলা পুলিশ, প্রেসক্লাব, পৌরসভা,চেম্বার অব-কমার্স,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে এবং অনেকে ব্যক্তিগতভাবে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।এছাড়াও এ দিবস উপলক্ষ্যে শোক র্যালি ও জেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।