1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
২৪ বছরেও সংস্কার করা হয়নি দুর্গাপুর জাগিরপাড়ার সেতুটি
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মূল্যস্ফীতি ৭-৮ শতাংশ নামানোর লক্ষ্যে মুদ্রানীতি ঘোষনা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বিতর্কিত জেল সুপার রত্না রায় এখনও বহাল তবিয়তে জাতীয়তাবাদী দল বিএনপি’র সা’রা দেশে সমাবেশের কর্মসূচি ঘো’ষনা নড়াইলে ভ্যানচালক তামিম খাঁন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন: প্রধান আসামির স্বীকারোক্তি তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আন্দোলন সফল করতে নিজেই গা ঢাকা দিয়েছিলেন গণধিকার পরিষদের ছাত্র নেতা রবিউল আউয়াল অন্তর মিরপুর থানা যুবদলের ৭ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার, মিষ্টি বিতরণ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে জলদস্যুদের হামলা ও লুটপাট: গুলিবিদ্ধ তিন জেলে বর্ণিল আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন সাভারের মরা মুরগী বিক্রয়ের দায়ে কা,রাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা 

২৪ বছরেও সংস্কার করা হয়নি দুর্গাপুর জাগিরপাড়ার সেতুটি

  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১, ৮.৩৫ পিএম
  • ২০৮ বার পঠিত

২৪ বছরেও সংস্কার করা হয়নি দুর্গাপুর জাগিরপাড়ার সেতুটি

তৌহিদ সরকার নিজস্ব প্রতিবেদকঃ
| ১৪ জুন ২০২১ | ৪:০৫ অপরাহ্ণ

২৪ বছরেও সংস্কার করা হয়নি দুর্গাপুর জাগিরপাড়ার সেতুটি

FacebookTwitterShare
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া গ্রামে অন্তত: ২৪ বছর পূর্বে নির্মান করা সেতুটি নির্মানের দুই বছরের মধ্যেই ধ্বসে পড়লেও আজো মেরামত করা হয়নি সেতুটি। ধ্বসে পড়া সেতুটি ঐ এলাকার মানুষের জনভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।

Surjodoy.com
দীর্ঘদিনের ধসে পড়া সেতুটি সংস্কার বা পূণঃনিম্মান না হওয়ায় জনমনে দেখা দিয়েছে চরম অসন্তোষ। বিচ্ছিন্ন গ্রামীণ সড়কটিতে আজও মাটি পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা অনেকটাই উদাসীন বলে জানান আশপাশের বিশটি গ্রামের মানুষ। সোমবার দুপুরে সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

The Daily Surjodoy
গত বছরের বন্যার তোরে সেতুটির দু‘পাশের মাটি সরে যাওয়ায় আরো হেলে পড়ার ফলে গ্রামীণ জনপদের লোকজন ভোগান্তির মধ্যে রয়েছে। বিশেষ করে ঐ ইউনিয়নের এলজিএসপি(লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট) প্রকল্পের অর্থায়নে নির্মিত বিভিন্ন জায়গার বক্স কালভার্ট গুলোরও নাজুক অবস্থায় রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ঐ ধসে পড়া সেতুটি নির্মাণের এখনও কোন উদ্যোগ নেয়নি বলে জানান স্থানীয়রা।

The Daily surjodoy
দীর্ঘদিন ধরে সংস্কারহীন জাগিরপাড়া গ্রামের ভেতর দিয়ে একমাত্র গ্রামীণ রাস্তাটি বসতিদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে ঘরবন্দি দিন কাটে অনেক পরিবারের। প্রায় পচিশ বছর ধরে এভাবে পড়া থাকা ব্রীজটি কবে আলোর মুখ দেখবে এমন আশঙ্কা ভুক্তভোগীদের। বছরের পর বছর শেষ হলেও ঐ গুরুত্বপূর্ণ ব্রীজটি সংস্কারের কাজে হাত দেয়নি স্থানীয় জনপ্রতিনিধিরা। এতে দক্ষিন জাগিরপাড়া, নাওদাড়া, জাঙ্গালিয়া কান্দা, ভাদুয়া, মুন্সিপাড়া, নন্দেরছটি, বন্ধউসান, আটলাসহ প্রায় বিশটি গ্রামের মানুষের ভোগান্তি চরম আকারে ধারণ করছে।

The Daily surjodoy
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মোতালেব জানান, আমি ইতোমধ্যে ইউপি সদস্যদের নিয়ে পরিদর্শন করেছি। ব্রীজটি ভাঙতে প্রায় তিন লক্ষ টাকা লেগে যায়। তাই স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কাছে বার বার ঘুরেও এর কোন সুরাহা পাইনি।

The Daily surjodoy
উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা জানান, ঐ জায়গাতে নতুন করে ব্রীজ করতে গেলে যে পরিমান বরাদ্দ প্রয়োজন তা না পাওয়ায় ঝুলে আছে। এ নিয়ে ডিজাইন ইস্টিমিট করে পাঠিয়েছি বরাদ্দ আসলে অবশ্যই অগ্রাধীকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews