চট্টগ্রামের আকবরশাহ্ থানা পুলিশের অভিযানে চোরাই কসমেটিক মালামাল ভর্তি ১টি মিনি কাভার্ডভ্যানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
১ সেপ্টেম্বর (রবিবার) নগরীর আকবরশাহ্ থানাধীন সোনামিয়া রেলগেইটের পূর্ব পার্শ্বে আবুল হোসেনের গ্যারেজের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে লক্ষ টাকার চোরাই কসমেটিকস মালামাল ভর্তি কাভার্ডভ্যানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।
গ্রেফতারকৃতরা হল- মোঃ রুবেল, মোঃ নোমান ও মাহফুজুর রহমান।
থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজসে ও সহায়তায় চোরাই মালামাল সমূহ বেচা কেনা করার জন্য ঘটনাস্থলে অপেক্ষা করছিলো এবং কয়েকটি দোকানে বিক্রয়ের চেষ্টা করছিলো মর্মে স্বীকার করে।
প্রাথমিকভাবে উল্লেখিত চোরাই কসমেটিকস সমূহ কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকা থেকে চুরি করেছে মর্মে জানা যায়।
আটককৃত মোঃ রুবেল এর বিরুদ্ধে সিএমপি ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।