সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃত ৮০০ বোতল ফেনসিডিলের মধ্যে ৭৫১ বোতল আত্মসাতের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। গত বৃহস্পতিবার তাদেরকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন, কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান ও লিটন।
থানা পুলিশ সূত্র জানায়, গত বুধবার ভোরে থানার এসআই আবু বক্কর, এএসআই জিল্লুর ও লিটন উপজেলার চিতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে থাকা এক মাদক ব্যবসায়ীকে আটক ও ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মোটা অংকের টাকা নিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেন।
পরে সকাল সাড়ে ৯টার দিকে অভিযানের নেতৃত্বে থাকা এসআই আবু বক্কর থানায় হাজির হয়ে মাত্র ৪৯ বোতল ফেনসিডিল পরিত্যক্ত উদ্ধার ও জব্দ দেখান। বাকি ৭৫১ বোতল ফেনসিডিল নিজেরা আত্মসাৎ করেন।
পরে ঘটনাটি বিভিন্ন মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে গতকাল শুক্রবার সকালে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস ও এসআই ইসরাফিল ঘটনাস্থলে যান। এ সময় বিষয়টি তদন্ত করে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনার সত্যতা পান। পরে গতকাল বিকেলেই উক্ত তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে সাতক্ষীরা পুলিশ লাইনসে নেওয়া হয়।
এদিকে আজ শনিবার বিকেলে কলারোয়া থানার এসআই রুবেল হোসেনসহ আরও তিন পুলিশ কর্মকর্তাকে জেলার অন্য থানা ও পুলিশ ফাঁড়িতে বদলি করায় মাদক আত্মসাতের ঘটনাটি জানাজানি হয়। তবে জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে বদলি করা হয়েছে বলে জানানো হয়েছে।
আজ শনিবার কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রশাসনিক কারণে তাদের তিনজনকে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।’
Leave a Reply