1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত বোট ডুবে দুইজনের মৃত্যু 
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলন এক নারী। চোর সদস্যকে পুলিশে দেয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউপি সদস্যের বাড়িতে পালতক চোরদের হামলা ও মারধর, সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত এক সাংবাদিক। জাতীয় আইনগত সহায়তা দিবস ২৮ এপ্রিল  সাভারের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬৮জন শিশু-কিশোর দিলেন খোরশেদ আলম! সাভারে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ  লোহাগাড়ায় “বিশ্ব হোমিওপ্যাথি দিবস” উপলক্ষে চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত বোট ডুবে দুইজনের মৃত্যু 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৩২ এএম
  • ১৬৮ বার পঠিত

চট্টগ্রাম ব্যুরো :

রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত বোট ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- পুষ্পারাণী (৬৫) ও চান্দ্ররানী (৫০)।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ডিসি বাংলো সংলগ্ন কাপ্তাই হ্রদে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

তারা হলেন-নমিতা বর্মণ (৫০), মিনারাণী দেয় (৪৫) ও সচিন্দ্র নাথ বর্মণ (৪০)। আহতরা বর্তমানে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসার্ধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী পঞ্চন্ন বর্মণ বলেন, জয়পুরহাট জেলার রতণপুর গ্রাম থেকে র্তীথস্থান পরিদর্শন করার জন্য ৫৬জন পুণ্যার্থী নারী-পুরুষ রাঙামাটি আসেন। রাঙামাটির বিভিন্ন মন্দির পরিদর্শনের পর শহরের উন্নয়ন বোটঘাট থেকে এটি ইঞ্জিন চালিত বোটে কাপ্তাই হ্রদ ভ্রমণ করতে বের হন তারা।

সন্ধ্যায় রাঙামাটি পর্যটন কেন্দ্র ঘুরে ফিরে আসার সময় পুণ্যার্থীদের বোটটি ডিসি বাংলো এলাকায় ভেসে উঠা শত বছরের পুরনো গাছের গুড়িতে ধাক্কা লেগে উল্টে যায়। পুণ্যার্থীরাও কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পুণ্যার্থীদের উদ্ধারে ছুটে যান স্থানীয়রা। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, কাপ্তাই হ্রদে দুর্ঘটনা কবলিত বোটের ৫ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তাদের মধ্যে পুষ্পারাণী ও চন্দ্রারানী মৃত ছিলেন। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাকি তিনজনের অবস্থা এখনো আশঙ্কা মুক্ত নয়। তবে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, এটি একটি অনাকাঙিক্ষত ঘটনা। জয়পুর হাট থেকে র্তীথস্থান ঘুরতে এসে এমন দুর্ঘটনার কবলে পড়েন তারা। মৃত ও আহতরা ছাড়া বাকিরা সুস্থ আছেন। মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়ছে। তাছাড়া আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তা নয়ন জানান, মৃতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে তাদের সাথে যারা এসেছেন তাদের মাধ্যমে জয়পুরহাটে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews