নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু তাহের (২৭) নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।আটক আবু তাহের নোয়াখালী হাতিয়া দরবেশ বাজার এলাকার মৃত মো. রফিক আহমদের ছেলে।
শনিবার ভোর রাতে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহসড়ক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম মহাসড়কে অভিযানে চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।