বাগেরহাট প্রতিনিধি : ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবন সংলগ্ন চরে আটকে পড়েছে পাথর বোঝাই একটি বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার রাতে আকস্মিক ঝড়ে বন্দরের হাড়বাড়িয়ার ২ নম্বরে অবস্থানরত জাহাজটি চরে উঠে যায়।
এরপর ওই জাহাজটি উদ্ধারে রাতেই ঘটনাস্থলে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব উদ্ধারকারী নৌযান এমটি শিবসা পাঠায়। রাত থেকে দুর্ঘটনাকবলিত জাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু হয়।
সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়, বুধবার দুপুরের জোয়ারে পানি বৃদ্ধি পেলে জাহাজটি নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে।
এম ভি শাহরিয়ার জাহান নামক বাংলাদেশি এ জাহাজটি ভিয়েতনাম থেকে ২১ হাজার মেট্রিকটন পাথর নিয়ে ৩১ মে মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ২ নম্বরে ভিড়ে।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন বলেন, ঝড়ের কবলে পড়ে চরে উঠে যাওয়া জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, জাহাজটি উদ্ধারে বন্দরের নিজস্ব উদ্ধারকারী নৌযান শিবসা কাজ করছে। আশা করছি স্বল্প-সময়ের মধ্যেই জাহাজটি নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে।