ময়মনসিংহ সদর বোরচর কুষ্টিয়া পাড়া সহ,চরকালী বাড়ী,চরঈশ্বরদী,এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতির কারণে শত,শত মানুষের ঘর,বাড়ীতে ছেড়ে চরম দুর্ভোগে রয়েছে। বানভাসি মানুষজন ত্রাণ পাচ্ছে না বলে সংবাদ পাওয়া গেছে।
বন্যা এলাকা ত্রাণ পায়,না, এ,খবর জানান,বানভান ভোগীদের পক্ষে শারমীন আক্তার। দু:খের সহিত বলেন ময়মনসিংহ-৩ নং বোরচর ইউনিয়ন কুষ্টিয়া পাড়ার বন্যা এলাকার পানিবন্দী মানুষ ত্রাণের অভাবে মানবেতর জীবন যাপন করছেন।
পরিস্থিতি ভয়াবহ এলাকা পানিতে ভাসছে এবং মানুষের ঘরে পানি উঠায় জীবন বিপন্ন অবস্থা। রাস্তা,ঘাটে পানি থাকার কারণে চলাচল ব্যবস্থাও যোগাযোগ নেই। ফলে মানুষজন অনাহার ওঅর্ধাহারে,থাকলেও ত্রাণ সামগ্রী সহায়তা বানভাসি মানুষ
পায়নি। তবে ত্রাণ সামগ্রী যারা বিতরণ করে তারা বলেন বন্যা এলাকা ত্রাণ দেয়া হয়েছে-চলমান আছে।
[…] ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধ… ময়মনসিংহ ভালুকা পৌর সভার ৪ নং ওয়ার্ড তোতা খার ভিটা ভাড়া বাসা হতে জনি মিয়া(১৯)নামেরএক যুবকের মরদেহ ভালুকা মডেল থানা পুলিশ বুধবার দিন পৌর সভার বুলবুলের বাসার মধ্যে থেকে গলায় উড়না পেচানো অবস্থায় লাশ উদ্ধার করেন। জানা যায় জনি মিয়া গাজীপুর জেলা কাপাসিয়া এলাকা রফিকুল ইসলামের ছেলে। তথ্য সূত্রে আরও জানা গেছে জনি মিয়া সম্প্রতি দিন বিয়ে করলেও-বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে মন মালিন্য এবং পারিবারিক বিরোধ ছিল-সে জেরেই কি জনির মৃত্যু ? উক্ত ঘটনার রহস্য উদঘাটন প্রয়োজন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মাইন উদ্দিন জানান লাশের ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে হত্যা না কি আত্মহত্যা ? […]