বুধবার রাতে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার এতথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কর্ণেল আশিক বিল্লাহ গত ২৬ নভেম্বর ২০০০ সালে ৪৩তম বিএমএ লং কার্সের সঙ্গে বাংলাদশ সেনাবাহিনীর সাঁজায়া কার কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি পিজিআর এবং বিজিবি’র বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া কঙ্গোতে জাতিসংঘ মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়াজিত ছিলেন তিনি।
লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গত বছরের ৩ ফেব্রুয়ারি র্যাব-২ এর সিও’র দায়িত্ব পান। ক্যাসিনো অভিযান, মোহাম্মদপুর, ধানমন্ডির কিশোর গ্যাংয়ের আধিপত্য বন্ধে ব্যাপক ভূমিকা রেখেছেন র্যাবের এই কর্মকর্তা।
এদিকে র্যাব-১১ এর সিও’র দায়িত্বে থাকা লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার র্যাব-২ এর সিও’র দায়িত্ব পাচ্ছেন।