লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদ উল্যা (৫৫) জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকার আনোয়ার খান মডার্ন হসপিটালে তার মৃত্যু হয়।
শনিবার দিবাগত রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান তার বড় ছেলে মো. রিয়াদ।
স্থানীয় লোকজন ও নিকটাত্মীয়রা জানান, চেয়ারম্যান মো. শহিদ উল্যা গত ৮/১০ দিন ধরে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হসপিটালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
শনিবার দিবাগত রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হসপিটাল সূত্রে জানা গেছে।
চেয়ারম্যান শহিদ উল্যার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এখনো রিপোর্ট আসেনি।
দক্ষিণ শ্রীরামপুর আজমত উল্যা হাজী বাড়ির চেয়ারম্যান শহিদ উল্যা মৃত্যুর সময় স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।
চেয়ারম্যান শহিদ উল্যার মৃত্যুতে লক্ষ্মীপুর- ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।