মমিন আজাদ বিশেষ প্রতিনিধি।।প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা মোতাবেক সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে সৈয়দপুর ইউনাইটেড ভলেন্টিয়াস অ্যাসোসিয়েশন (সুভা)র সহযোগিতায় সেতুবন্ধন পাঠাগারের আয়োজনে ১১ই আগস্ট পাঠাগার প্রাঙ্গণ কয়েকশ চারা রোপন ও বিতরণ করা হয়। সেতুবন্ধন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলমগীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫ নং খাতামমধু ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতুবন্ধন পাঠাগারে সাধারণ সম্পাদক আতাউর রহমান হাসু, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক আবু হোসেন, সেতুবন্ধন পাঠাগারের যুগ্নু সম্পাদক মাসুদ রানা পাইলট ও কার্যকরী সদস্য আমানত শাহ প্রমুখ।