1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
উখিয়ায় দখলে বাধা দেওয়ায় কুপিয়ে জখম করেছে জমির মালিককে
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতকানিয়ায় চলছে অবৈধ ইটের ভাঁটা দেখার কেউ নেই চিত্রনায়িকা নিপুনকে বিমানবন্দরে আটক দৈনিক সূর্যোদয়ের প্রতিনিধি সম্মেলনের জন্য রেজিস্ট্রেশন চলছে,, ঢাকা ১০ আসনের সাবেক এমপি শফিউল উত্তরা থেকে গ্রেফতার ফুলবাড়ীতে শীতের উপহার নিয়ে এলেন মানবতার ফেরিওয়ালা দেশে আর মুজিববাদ ফিরে আসবে না- ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ  খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন বাঘায় স্কুল কমিটির সভাপতি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৮ লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলার আসামি আব্দুল খালেক বাদল -ঢাকা থেকে গ্রেপ্তার চিকিৎসা সেবায় গাফিলতি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা থেকে পড়ে রোগীর মৃত্যু

উখিয়ায় দখলে বাধা দেওয়ায় কুপিয়ে জখম করেছে জমির মালিককে

  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ১২.১১ এএম
  • ২১১ বার পঠিত

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার::

কক্সবাজারের উখিয়ায় জায়গা-জমি দখলে বাধা দেওয়ায় এক গ্রাম্য চিকিৎসক কে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।১৫ অক্টোবর বিকেলে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটিয়েছে জায়গা দখলদার চক্র।

ভুক্তভোগী গুরুতর জখমী চিকিৎসকের পরিবার সুত্রে জানাগেছে, হরিণমারা এলাকার মৃত আবুল হোছনের ছেলে গ্রাম্য চিকিৎসক ছৈয়দ নুরের এক কন্যার দীর্ঘ কয়েক যুগের ভোগদখলীয় জায়গা জবর দখলে নিতে দীর্ঘদিন ধরে পাঁয়তারা চালিয়ে আসছিল একই এলাকার কালামনুর পরিবার।এনিয়ে ইতিপূর্বে একাধিকবার হামলার ঘটনা ঘটনায় কালামনুর পরিবার।তারই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর বিকেলে ডাঃছৈয়দ নুরের কন্যার ভোগদখলীয় জায়গায় জঙ্গল পরিস্কারের কাজ করতে গেলে কালামনুর পরিবারের লোকজন বিনা ওজরে ডাঃ ছৈয়দ নুরের পরিবারের উপর হামলে পড়ে,জায়গা জবর দখলে নিতে অপচেষ্টা চালায়।

কালামনু গংয়ের লোকজনকে দখল কাজে বাধা দিলে কালামনুর ছেলে সাইফুলের নেতৃত্বে ৪/৫ জন দখলদস্যু ডাঃ ছৈয়দ নুর (৭৬) কে দেশীয় তৈরী ধারালো অস্ত্র দিয়ে নির্দয়ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ডাঃ ছৈয়দ নুরের মাথায় গভীর কাটা জখম হয়েছে।তাকে শরীরের বিভিন্ন অংশে কাটা নীলা ফোলা জখম করে মাটিতে লুটিয়ে ফেলে।

ডাঃ ছৈয়দ নুরের শোরচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা প্রাননাশের হুমকি দিয়ে অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল থেকে মুহুর্তেই সটকে পড়ে। মাটিতে লুটিয়ে পড়া গুরুতর জখমী ডাঃ ছৈয়দনুর কে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।চিকিৎসাধীন ডাঃ ছৈয়দ নুরের অবস্থা গুরুতর হওয়াতে মাথায় কাটা জখম থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অন্যত্র প্রেরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে কালামনুর পরিবারের লোকজনের অব্যাহত প্রাননাশের হুমকিতে ডাঃ ছৈয়দ নুরের পরিবার ও আত্নীয়স্বজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।এ ঘটনায় ডাঃ ছৈয়দ নুরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সনজুর মোরশেদ জানান, এখনো কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews