গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আশরাফুজ্জামান বাবু (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহম্মেদ। তিনি বলেন, আশরাফুজ্জামান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কয়েক দিন আগে শ্বাসকষ্ট, সর্দিসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। অসুস্থ অবস্থায় গতকাল দুপুরে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার নেওয়ার জন্য যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে ফেরেন। সন্ধ্যার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গভীর রাতে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কাউয়ূম তালুকদার জানান, মৃত ব্যক্তির করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের প্রক্রিয়া শুরু করেছেন।