গোমস্তাপুর প্রতিনিধিঃ
গোমস্তাপুরে অতিরিক্ত টোল আদায়ের দায়ে মকরমপুর সৈয়দ সুলতান সেতুর ইজারাদার শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির এ জরিমানা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, একটি ঔষধ কোম্পানীর সরবরাহকৃত জীপ (কভার ট্রাক) গাড়ী মকরমপুর সৈয়দ সুলতান সেতুু পার হচ্ছিল। এ সময় ইজারাদারের লোকজন ওই গাড়ীর আদায় রশিদে ৪০ টাকার পরিবর্তে দিগুনের অধিক ১০০ টাকা টোল আদায় করছে।
বিষয়টা তারা উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে আদায় রশিদে অতিরিক্ত টাকার নেয়ার সত্যত্যা পায়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ইজারাদার শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
tamoxifen serm When he finished reciting, Liu Chengyou called Liu Hui to his knees, squeezed his little face, and said with a smile Chen Yuanfang is different at the collinsonia root erectile dysfunction age of seven, he is smart and witty, collinsonia root erectile dysfunction and can understand the faith, but I don t see my son.