দোয়ারাবাজার(সুনামগঞ্জ)সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধ প্রায় বিশ বছর ধরে,গ্রাম ছাড়া অসহায় নিরীহ মৃত আব্দুল গনির ৩ ছেলে ও ৫ মেয়ে। দখল করে নেওয়া হয়েছে ফসলি জমিসহ বসতবাড়ি।প্রাণের নিশ্চয়তা নাই বলে নিজ বসতঘর থেকে বঞ্চিত তিন পরিবারের ২০-জনেরমত মানুষ ও ৫বোন,বিয়ে হওয়া সূত্রে শশুর বাড়িতে থাকেন তারা, মাঝে মধ্যে বাবার বাড়ি আসতে মন চাইলে ভয়ে আসা হয়না।
তবে সামাজিক কোন্দল নিরসনে প্রশাসনের পক্ষ থেকে শান্তি সমাবেশ কোন কাজে আসেনি।
পরিবারের অভিযোগ, আপন ভাতিজা সবাজ আলী ও তবারক আলী এবং নাতি ছালে আহমদ আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ২৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় নিজবসত বাড়িতে ডুকতে গেলে বাধা দেওয়া হয়।
প্রায় ২০ বছর ধরে আব্দুন নূরের পরিবারের উপর চলতে থাকে নির্যাতন। করা হয় গ্রাম ছাড়া। তাদের ফসল ও জমাজমি দখল করে নেওয়া হয়। বর্তমানে এসব জমি দখল করে খাচ্ছেন মৃত আব্দুল হান্নানের,ছেলে সাবাজ আলী, মোবারক হোসেন,তফজ্জুল আলী, তবারক আলীসহ তাদের ছেলেরা
তবে মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন মোবার হোসেন জায়গা জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে বলে তিনি নিশ্চিত করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, মারামারির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে একটি নন প্রসিপেশন আদালতে প্রেরণ করেছি।