নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে পুলিশ কনস্টেবলপদে নিয়োগের কোনো টাকা লাগবে না বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম-সেবা। তিনি বলেন, কোনো টাকা লাগবে না। সরকার নির্ধারিত ১০৩ টাকা ফ্রি বিনিময়ে পুলিশে চাকরি হবে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে তিনি এ সব কথা বলেন। আগামী ৮ থেকে ১০ নভেম্বর জয়পুরহাট পুলিশ লাইন মাঠে কনস্টেবল পদে সরাসরি পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, কোনো দালাল, সিন্ডিকেট চক্র, পুলিশ সদস্য কিংবা কারও মাধ্যমে পুলিশের চাকরির জন্য আবেদন করবেন না। কোনো ঘুষ চলবে না। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগে আর্থিক লেনদেন করবেন না।
তিনি বলেন, ‘পুলিশে নিয়োগের ব্যাপারে আর্থিক লেনদেন হলে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক তাদের গ্রেপ্তার করবো।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)আলমগীর জাহান, জয়পুরহাট গোয়েন্দা শাখা ডিবি-পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহেদ আল মামুন প্রমুখ
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..